সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই ফেব্রুয়ারী সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, এনএনআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা জাসদের সভাপতি আহমেদ নিজাম মন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সদর হাসপাতালের আরএমও ডাঃ সুশীল কুমার রায়, আ’লীগ নেতা ইঞ্জিঃ আমজাদ হোসেন, এডঃ দেবাহুতি চক্রবর্তী এবং মিড সাইলাস ব্যাপ্টিস্ট চার্চের যাজক জেমস হালদারসহ কমিটির সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় অবৈধভাবে বালু উত্তোলন, জ্বালানী তেলের টাকা বকেয়া থাকার কারণে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকা ও চিকিৎসক সংকটসহ নানা দুরবস্থা ও রোগীদের ভোগান্তি, বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি বৃদ্ধি, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন দীর্ঘদিন বন্ধ থাকা, শহীদ স্মৃতি স্টেডিয়াম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ মাটি দিয়ে ভরাট ও প্রাচীর নির্মাণ করা, বড়পুল-আনসার ক্যাম্প সংযোগ সড়কের মাঝে থাকা বিদ্যুতের খুঁটি দ্রুত অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিনেমার অশ্লীল পোস্টার লাগানো বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী অভিযান জোরদারকরণ এবং মোবাইল কোর্ট পরিচালনাসহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক জিনাত আরা তার বক্তব্যে অবৈধভাবে বালু উত্তোলনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া, ফোরলেন সড়ক করার জন্য সড়ক বিভাগের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম, দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনা কার্যক্রম আরো সুচারু করা, সদর হাসপাতালের সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার সালমা বেগম বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!