॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮ পালিত হয়। এ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসেবে পাংশার এসিল্যান্ড সাদিয়া শাহনাজ খানম ও পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুল রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে অভিবাসী জনগোষ্ঠীর অবদান রয়েছে। বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে যাওয়া নারী-পুরুষ সকলের সরকারী নিয়মনীতি জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল হওয়ার পাশাপাশি অভিবাসী শ্রমিকদের সচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করা হয়।