॥স্টাফ রিপোর্টার॥ ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্স (এনসিটিএফ)-এর আয়োজনে রাজবাড়ী জেলা এনসিটিএফের সদস্যদের ২দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
গত ১১ ও ১২ই ডিসেম্বর রাজবাড়ী শিশু একাডেমী সংলগ্ন হাসিনা গৃহে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১১ই ডিসেম্বর সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা। প্রশিক্ষণ প্রদান করেন এনসিটিএফের জেলা ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি।
জেলা এনসিটিএফের সভাপতি সানজিদা ইসলাম ও সেক্রেটারী মাহির লাবিব খান প্রীতমসহ কার্যনির্বাহী কমিটির ১১জন সদস্য ও ৫জন সাধারণ সদস্যসহ মোট ১৬জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
শিশু একাডেমী, সেভ দ্যা চিলড্রেন ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘শিশু অধিকার, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এডভোকেসী, নিউজলেটার এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক’ এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।