বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:১৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফরিদপুর-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মহাজোট প্রার্থী মনজুর

  • আপডেট সময় বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

॥শাহ্ মোঃ ফারুক হোসেন॥ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনের মহাজোট তথা নৌকার প্রার্থী মনজুর হোসেন বুলবুল।
গতকাল ১১ই নভেম্বর সকালে তিনি মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরগয়েমপুর, চরপুকুরিয়া, দয়ারামপুরসহ বিভিন্ন এলাকায় ৯টি পথসভা শেষে বিকালে নওপাড়া ইউনিয়নের আমডাঙ্গা কাজী ফরিদা সিরাজ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, শহিদুল ইসলাম, ওয়ার্কাস পার্টির নেতা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সচিব হেমায়েতুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, মধুখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুর রহমান বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহাজোট প্রার্থী মনজুর হোসেন বুলবুলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এ সকল পথসভা ও জনসভায় মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়া, ওয়ার্কার্স পাটির নেতা আবু সাঈদ মিয়া, সিরাজুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছালাম মিয়া, মির্জা আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পদক আরিফুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক আঃ রাজ্জাক রাজা ও সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!