॥এম.এইচ আক্কাছ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ সফর শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে আগামীকাল ১৩ই ডিসেম্বর বেলা ১২টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় নির্বাচনী জনসংযোগ(পথসভা) করবেন।
এ উপলক্ষে গতকাল ১১ই ডিসেম্বর বিকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, স্পেশাল সিকিউরিটি ফোর্স(এসএসএফ)’র প্রতিনিধি মেজর ফাহাদ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)’র প্রতিনিধি মেজর নূর, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর গোয়ালন্দ সফর নির্বিঘœ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনামূলক পরামর্শ প্রদান এবং দৌলতদিয়ার ফেরী ঘাটের পারাপার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সড়কের অবস্থাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেওয়া এবং প্রয়োজনমত সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।