॥দেবাশীষ বিশ্বাস॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী জেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল ১০ই ডিসেম্বর বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ছেলেদের বঙ্গবন্ধু গোল্ডকাপে কালুখালী উপজেলার আখরজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কালুখালী উপজেলার ব্রক্ষ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং মেয়েদের বঙ্গমাতা গোল্ডকাপে গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে রাজবাড়ী সদর উপজেলার কৈডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সানোয়ার হোসেন বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তর ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণসহ খেলার দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টকে অত্যন্ত সময়োপযোগী একটি টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করে সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।