॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান অনির্বাণ কিন্ডারগার্টেনের ৫টি শাখার বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ ও ১০ই ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজারস্থ অনির্বাণ কিন্ডারগার্টেনের প্রধান শাখায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নার্সারী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শাখার প্রায় ৩শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
গতকাল ১০ই ডিসেম্বর বেলা ১১টায় পরীক্ষা পরিদর্শন করেন রাজবাড়ী জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার সভাপতি গাজী নজরুল ইসলাম টিপু।
এ সময় অনির্বাণ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানের নিজস্ব পরিদর্শক সুজন শেখ ও বহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে গাজী নজরুল ইসলাম টিপু সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, অনির্বাণ কিন্ডারগার্টেনটি ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার শিক্ষা ক্ষেত্রে প্রশংসীয় ভূমিকা রেখে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ৫টি শাখার মাধ্যমে (আনন্দবাজার, বেরুলী বাজার, নারুয়া, আড়কান্দি ও বালিয়াকান্দি সদর) মানসম্মত শিক্ষাদান করা হচ্ছে। শিক্ষার্থী সংখ্যা রয়েছে প্রায় ৮শত জন। লেখাপাড়ার পাশাপাশি নিয়মিত লেখাধুলাসহ বিভিন্ন ধরণের সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সুনাম অর্জন করেছে। প্রতি বছরই প্রাথমিক শিক্ষা সমাপনী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ফলাফল করে আসছে।