মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

অবশেষে বালিয়াকান্দি উপজেলাবাসীর দাবী পূরণ হলো॥বহরপুর রেলওয়ে স্টেশনে টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি শুরু

  • আপডেট সময় শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

॥আতিয়ার রহমান॥ অবশেষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলস্টেশনে যাত্রা বিরতি করা শুরু করলো টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেন। এর মাধ্যমে উপজেলাবাসীর প্রাণের দাবী পূরণ হলো।
গতকাল ৬ই নভেম্বর সকাল ৯টা ২৫মিনিটে গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি বহরপুর রেলস্টেশনে এসে পৌঁছালে ট্রেনটি থামানো দাবীতে আন্দোলনকারী সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এস.এম হেলাল খন্দকার, নবাবপুর ইউপি আ’লীগের নেতা এম.এ কুদ্দুস, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি লিটন আক্তার পলাশ, অক্সফোর্ড আইডিয়াল এন্ড ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান মিয়া, বহরপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ ও ইসলামপুর ইউপি আ’লীগের সদস্য ফিরোজ মল্লিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ট্রেনটিকে স্বাগত জানায়। এ সময় স্থানীয় জনগণের পক্ষ থেকে ট্রেনের চালক-গার্ডসহ রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও ট্রেনের যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
ট্রেন থামার প্রতিক্রিয়ায় আন্দোলনকারী নেতা এস.এম হেলাল খন্দকার বলেন, আজ আমাদের এতো বড় পাওয়ার পিছনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি হলেন বালিয়াকান্দি উপজেলার কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোঃ রেজাউল ইসলাম এবং স্থানীয় প্রশাসন। তিনি তার পরিশ্রমের ফল তুলে দিয়েছেন আমাদের উপজেলাবাসীকে। আমরা এই ট্রেনের নিয়মিত যাত্রা বিরতি পেয়ে অত্যন্ত আনন্দিত।
ট্রেনের পরিচালক(গার্ড) মোঃ বোরহান মোল্লা বলেন, বহরপুর রেলওয়ে স্টেশনে এই আন্তঃনগর ট্রেনটি নিয়মিত যাত্রা বিরতির অনুমতি পেয়েছে-এটা আমাদের নিকটও ভালো লেগেছে। আর আজ আপনাদের এই সুন্দর আয়োজন আমাদের সবাইকে মুগ্ধ করেছে।
উল্লেখ্য, আন্তঃনগর টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি চালুর পর থেকে বহরপুর রেলওয়ে স্টেশনে থামানোর দাবীতে স্থানীয় জনগণ মানববন্ধন, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী পালন করে আসছিল। স্থানীয়দের এই আন্দোলন ও দাবীর প্রেক্ষিতে রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের পক্ষে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এএমএম শাহনেওয়াজ গত ২০শে নভেম্বর রেলওয়ের মহাপরিচালককে একটি পত্র প্রদান করেন। এ প্রেক্ষিতে রেলওয়ের মহাপরিচালক প্রস্তাবটি অনুমোদন করেন।
এখন থেকে ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে সকাল ৯টার দিকে এবং রাাজশাহী থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বহরপুর স্টেশনে নিয়মিত যাত্রা বিররতি করবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!