Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চলতি মৌসুমে ৮১৩১ মেঃ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে॥ফরিদপুর চিনিকলের আখ মাড়াই উদ্বোধন আজ

॥শাহ্ মোঃ ফারুক হোসেন॥ আজ ৭ই ডিসেম্বর মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের চলতি মৌসুমের(২০১৮-২০১৯) আখ মাড়াই উদ্বোধন করা হবে।
চিনিকল সূত্রে জানা গেছে, বিকালে মিলের ক্যান ক্যারিয়ার প্রাঙ্গনে মিলাদ মাহফিল শেষে ডোঙ্গায় (চুল্লীতে) আখ নিক্ষেপণের মাধ্যমে এই মৌসুমের মাড়াই উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, চলতি মাড়াই মৌসুমে ১লক্ষ ৮হাজার ৪শত ২৩ মেঃ টন আখ মাড়াই করে ৮হাজার ১শত ৩১ মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত মৌসুমে (২০১৭-২০১৮) মিলটিতে ৬২হাজার ৪শত ৬৩ মেঃ টন আখ মাড়াই করে ৩হাজার ২শত ৯৭ মেঃ টন চিনি উৎপাদিত হয়েছিল। মিলটি স্থাপিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪২টি মাড়াই মৌসুমের অধিকাংশটিতেই লোকসান দিয়েছে, যার পরিমাণ কয়েক শত কোটি টাকা।