রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী-১ আসনে এডঃ আসলামকে বিএনপির চুড়ান্ত মনোনয়ন প্রদানে ১৩ নেতার যৌথ বিবৃতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

রাজবাড়ী-১ আসনে এডঃ আসলাম মিয়াকে বিএনপির চুড়ান্ত মনোনয়নসহ ধানের শীষ প্রতীক দেওয়ার জন্য কেন্দ্রের প্রতি দাবী জানিয়ে গতকাল ৫ই ডিসেম্বর যৌথভাবে বিবৃতি দিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৩জন নেতা।
যৌথ বিবৃতি প্রদানকারীরা হলেন ঃ রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা বিএনপির সদস্য নাজির আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান গাজী, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ রবিউল আলম, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম মিয়া ও গোলাম কাশেম, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক ও একেএম সিরাজুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল।
বিবৃবিতে নেতৃবৃন্দ বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মোঃ আসলাম মিয়াকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পত্র প্রদান করেন। তার প্রেক্ষিতে এডঃ আসলাম মিয়া গত ২৮শে নভেম্বর রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। গত ২রা ডিসেম্বর যাচাই-বাছাইতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। এডঃ আসলাম মিয়া দীর্ঘ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আদর্শে বিশ্বাসী হয়ে সকল কর্মকান্ড পরিচালনা করে আসছেন। ওয়ান ইলেভেনের পর অনেক নেতাই দলের সঙ্গে বেঈমানী ও বিশ্বাসঘাতকতা করলেও এডঃ আসলাম মিয়া অগ্রণী ভূমিকা পালন করে জেলা বিএনপিকে সু-সংগঠিত করেছেন। কেন্দ্রীয়ভাবেও তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্ব দিয়ে আসছেন। আমরা আশা করি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনার জন্য দল নির্বাচনকে আন্দোলন হিসেবে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে- সেই আন্দোলনকে বেগবান ও ত্বরান্বিত করার জন্য রাজবাড়ী-১ আসনে এডঃ আসলাম মিয়া ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার যোগ্য ব্যক্তি। রাজবাড়ী-১ আসনে মনোনয়নের জন্য দলের নিকট ৬জন আবেদন করলেও পরবর্তীকালে ৪জন (এডঃ এম.এ খালেক, তোফাজ্জেল হোসেন মিয়া, নাজির আহম্মেদ ও মনিরুজ্জামান গাজী) এডঃ আসলাম মিয়াকে সমর্থন জানিয়েছেন। আমরা বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দের নিকট এডঃ আসলাম মিয়াকে চূড়ান্ত মনোনয়নের (ধানের শীষ প্রতীকসহ) জন্য জোর দাবী জানাই। এডঃ আসলাম মিয়াকে দলীয় প্রতীকসহ চূড়ান্ত মনোনয়ন প্রদান করলে রাজবাড়ী জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ সকল অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে -প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!