সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফরিদপুরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী-আলোচনা

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

॥মাহবুব হোসেন পিয়াল॥ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩রা ডিসেম্বর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় র‌্যালী। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা ও সিভিল সার্জন ডাঃ মোঃ আবু জাহের, অন্যান্যের মধ্যে সমাজসেবী প্রফেসর এম.এ সামাদ, প্রফেসর মোঃ শাহজাহান, সোশ্যাল সার্ভিস অফিসার মোঃ আশরাফ হোসেন, তরুছায়া ফাউন্ডেশনের সভাপতি খালিদ মাহমুদ সজীব, প্রতিবন্ধী বিপ্লব কুমার মালো, রাকিবুল ইসলাম রকি, নুসরাত আক্তার মিনি, আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন। ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূরুল হুদা। আলোচনাকালে বক্তাগণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!