॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩রা ডিসেম্বর সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী রাজবাড়ী কালেক্টরেটের আম্রকানন চত্ত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে বেলা ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ, স্বাগত বক্তা হিসেবে জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী কর্মকর্তা নাদিয়া সুলতানা, অন্যান্যের মধ্যে এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, এসবিএমইউএস’র নির্বাহী পরিচালক শামীমা আক্তার মুনমুন, দৃষ্টি প্রতিবন্ধী পরিষদের সভাপতি আবু বক্কর ও সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ ও বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসটির প্রতিপাদ্য বিষয়সহ দেশের প্রতিবন্ধীরা বর্তমানে কি কি সরকারী সুবিধা পাচ্ছে, ভবিষ্যতে সরকার তাদের আর কি কি ধরণের সুবিধা প্রদান করবে, সরকারী চাকুরীর ক্ষেত্রে তাদের কোটা কিভাবে নিরূপন করা হবে, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে তাদের শিক্ষা পদ্ধতি কি হবে, তাদের সাথে কিরূপ আচরণ করতে হবে, রাজবাড়ীর বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের জন্য আরো কি কি করা যায় ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।