॥শিহাবুর রহমান॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে গতকাল ১৩ই ডিসেম্বর দুপুরে রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ভান্ডারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির, জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নূরুল আলম ও জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান বক্তব্য রাখেন। পরে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আল্লাহ যদি রাসুল(সাঃ) কে সৃষ্টি না করতেন তাহলে এই দুনিয়া সৃষ্টি করতেন না। দেশপ্রেম ছিল রাসুলের একটি আদর্শ। এই পৃথিবী ক্ষণস্থায়ী। আমরা যদি চলার পথে রাসুলের অন্তত ২০ভাগ অনুসরন করি। তাহরে আমরা কেউ বিপদগ্রস্ত হবো না। তিনি নবীজীর আদর্শকে বুকে ধারণ করে জীবন গড়ার জন্য সবাইকে আহবান জানান।