Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর নতুন জেলা ও দায়রা জজের সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী গতকাল ২৯শে নভেম্বর সকালে নবাগত জেলা ও দায়রা জজ বেগম নিলুফার সুলতানার সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী নবাগত জেলা ও দায়রা জজ বেগম নিলুফার সুলতানারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত জেলার ব্র্যান্ড বুক ‘পদ্মা কন্যা রাজবাড়ী’র একটি কপি প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) শাহ মোঃ সজীব, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবাগত জেলা ও দায়রা জজ বেগম নিলুফার সুলতানা গত ২৭শে নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন সমাপ্তের পর তিনি ১৯৯১ সালের জানুয়ারী মাসে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। তার জন্মস্থান সিরাজগঞ্জ জেলায়। রাজবাড়ীতে যোগদানের পর তিনি আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেছেন।