॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কেকেএস কার্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
দৌলতদিয়া ইউনিয়নের হতদরিদ্র প্রায় ২শতাধিক চর্ম, যৌন, গাইনী ও চক্ষুরোগে আক্রান্ত নারী-পুরুষকে বিনামূল্যে এই চিকিৎসা দেওয়া হয়। সমৃদ্ধি কর্মসূচী ও পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস এই কর্মসূচী বাস্তবায়ন করে।
রাজবাড়ী সদর হাসপাতালের কনসালটেন্ট ডাঃ মোঃ ইউনুছ আলী মোল্লা, ঢাকা গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার(চক্ষু) ডাঃ স্বাগতা দেবনাথ, গাইনী বিভাগের ডাঃ মুস্তারীনা সাহানী ক্যাম্পে রোগীদের চিকিৎসা দেন। এ সময় ক্যাম্প পরিদর্শন করেন কেকেএর এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন সমৃদ্ধির কো-অর্ডিনেটর মোঃ শামসুল হক।
দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা বলেন, আমার বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুবই খুশি।