॥রঘুনন্দন সিকদার॥ ৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে গতকাল ২৫শে নভেম্বর সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর “সমবায়ই শক্তি-সমবায়ই মুক্তি” স্লোগানকে সামনে রেখে বের করা হয় র্যালী। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বালিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুল মালেক খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মানিক এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল আলিম। অন্যান্যের মধ্যে নারুয়া বনলতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ জনাব আলী, ঘোষখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুল খালেক, মৌকুড়ী মহিলা সমবায় সমিতির সভানেত্রী রুনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে ৬ জন শ্রেষ্ঠ সমবায়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।