রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন॥বাচ্চু আহ্বায়ক-মিল্টন সদস্য সচিব

  • আপডেট সময় বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে ১১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে বিদায়ী সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টনকে সদস্য সচিব করা হয়েছে।
গত ১৯শে নভেম্বর জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক এম.এ রাজ্জাক খানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি’র সুপারিশে গত ১৪ই নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এই কমিটির অনুমোদন দিয়েছেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তিনি এই অনুমোদন দেন, যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
অনুমোদিত কমিটিতে অন্যান্যের মধ্যে খন্দকার গোলাম কবীর, আবুল হোসেন মিয়া, ফিরোজুল মুজাহিদ, হামিদুল হক বাবলু, আশরাফ আলী, মাওলানা লুৎফর রহমান, আসাদুল হক মিলন ও রতন কুমার সরকারসহ ৮জনকে যুগ্ম-আহ্বায়ক এবং এডঃ এবিএম নুরুল ইসলাম, আক্তারুজ্জামান হাসান, খন্দকার জমিলা করিম বনা, ডাঃ আহম্মেদ আলী জোয়ার্দ্দার, মোঃ মোকছেদুর রহমান মোমিন, আক্কাস আলী বাবু, হারুন-অর রশিদ, লিয়াকত আলী, শাহ মোঃ রফিকুল ইসলাম শামীম, সার্জেন্ট(অবঃ) আব্দুল মান্নান ও গোয়ালন্দ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় যুব সংহতির নেতা হেলাল মাহমুদসহ ১০১ জনকে সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির ‘সদস্য সচিব’ হিসেবে আবার নেতৃত্ব ফিরে পেলেন সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টন।
অপরদিকে পদাবনতি ঘটেছে আগের কমিটিতে সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুর রহমান মোমিনের। এবার তিনি কমিটিতে ঠাঁই পেয়েছেন সদস্য হিসেবে।
এছাড়াও কমিটিতে ১নং সদস্য হিসেবে ঠাঁই পেয়েছেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এবিএম নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!