রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি আসনে নৌকার মাঝি কাজী কেরামত আলী ও জিল্লুল হাকিম

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে বর্তমান এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী এবং এমপি মোঃ জিল্লুল হাকিম আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকার মাঝি হচ্ছেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ আভাস পাওয়া গেছে।
রাজবাড়ী-১ আসনের(সদর ও গোয়ালন্দ উপজেলা) বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী। এবার দিয়ে তিনি ৬ষ্ঠ বারের মতো দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন। এর আগে ৫বার (১৯৯৩ সালের উপ-নির্বাচন, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪) দলের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার মধ্যে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচন ছাড়া ৪বারই বিজয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে ৩য় বারের মতো এমপি হওয়ার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরের বার ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর তিনি সরকারী প্রতিশ্রুতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করা অবস্থায় চলতি ২০১৮ সালের ২রা জানুয়ারী প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
অপরদিকে রাজবাড়ী-২ আসনের(পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা) বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম জেলা আওয়ামী লীগের সভাপতি। এবার দিয়ে তিনি ৫ম বারের মতো দলীয় মনোনয়ন পেলেন। এরআগে ৪বার (১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪) দলের টিকেটে নির্বাচন করেন। তার মধ্যে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচন ছাড়া ৩বারই বিজয়ী হন। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর থেকে জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনের জন্য ৮জন বিভিন্ন পর্যায়ের নেতা এবং রাজবাড়ী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিভিন্ন পর্যায়ের ১৫জন নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন দাখিল করেন। এদের মধ্যে বর্তমান ২জন এমপি’র মনোনয়ন পাচ্ছেন বলে বিভিন্ন সূত্র জানায়। আজ অথবা আগামীকালের মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তদের দলীয় পত্র দেওয়া হবে বলে জানাগেছে।
এদিকে এমপি মোঃ জিল্লুল হাকিমের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার খবরে তাদের নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!