॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ নামে জেলার ব্র্যান্ড-বুক প্রকাশিত হয়েছে। গতকাল ১৮ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ব্র্যান্ডিং-বুক এর মোড়ক উন্মোচন করেন।
উন্নতমানের ঝকঝকে গ্লোসি পেপারে মুদ্রিত ও সুন্দরভাবে বাঁধাইকৃত ১৩২ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১হাজার টাকা। বইটিতে রাজবাড়ী জেলার মানচিত্র, জেলার তথ্য ও ইতিহাস, ঐতিহ্য, ব্র্যান্ডিং প্রেক্ষাপট, পর্যটন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারী-বেসরকারী আবাসন ও পরিবহন ব্যবস্থা, জেলার খ্যাতনামা ব্যক্তিত্ব, পদ্মা নদী, পাট-মৎস্য ও মৃৎশিল্প, ঐতিহ্যবাহী মিষ্টান্ন, পর্যটন ও দর্শনীয় স্থান ইত্যাদি স্থান পেয়েছে। লোগো-প্রচ্ছদসহ প্রতিটি তথ্যসম্বলিত লেখা ও ছবির ক্যাপশন বাংলার পাশাপাশি ইংরেজীতেও দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের নির্দেশনায় বইটি প্রকাশ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। প্রকাশকাল হিসেবে উল্লেখ করা হয়েছে জুন, ২০১৮। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর পৃষ্ঠপোষকতায় বইটি সম্পাদনা করেছেন বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান। সম্পাদনা সহযোগী হিসেবে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহ মোঃ সজীব, মোঃ তৌহিদুল ইসলাম, সাদীয়া শাহনাজ খানম, কাফী বিন কবির, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, সাবরিনা শারমিন ও দিলশাদ জাহান।
১৩২ পৃষ্ঠার বইটির ৯৬ পৃষ্ঠা জুড়েই রয়েছে ছবি। ১২ পৃষ্ঠা জুড়ে রয়েছে সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের বাণী।