মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা যুুবলীগের সভা

  • আপডেট সময় সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের এক সভা গতকাল ১৮ই নভেম্বর বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্র্যালয়ে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাসানের পরিচালনায় সভায় অতিথি হিসেবে জেলা যুুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন সিকদার ও শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী ও সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ হিরুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ সকল ইউনিয়ন প্রতিনিধির বক্তব্য শোনেন এবং আসন্ন নির্বাচন সফল করার জন্য সকলকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে তৃণমূল পর্যায়ে কাজ করার অনুরোধ জানান। উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে যুবলীগের নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সভায় নির্বাচনকে সামনে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মী সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ২৬শে নভেম্বর সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে সুলতানপুর ইউনিয়নের, ২৭শে নভেম্বর রশোড়া বাজারে মূলঘর ইউনিয়নের, ২৮শে নভেম্বর উদয়পুর সঃ প্রাঃ বিদ্যালয়ে বসন্তপুর ইউনিয়নের, ২৯শে নভেম্বর সুরাজ মোহিনী উচ্চ বিদ্যালয়ে খানখানাপুর ইউনিয়নের, ৩০শে নভেম্বর আলীপুুর ইউনিয়ন পরিষদে আলীপুর ইউনিয়নের, ১লা ডিসেম্বর রামকান্তপুর ইউনিয়ন পরিষদে রামকান্তপুুর ইউনিয়নের, ২রা ডিসেম্বর ভান্ডারিয়া বাজারে পাঁচুরিয়া ইউনিয়নের, ৩রা ডিসেম্বর চন্দনী টেকনিক্যাল কলেজের মাঠে চন্দনী ইউনিয়নের, ৪ঠা ডিসেম্বর বেলগাছী রেলস্টেশনের পাশে খানগঞ্জ ইউনিয়নের, ৫ই ডিসেম্বর বানীবহ সঃ প্রাঃ বিদ্যালয়ে বানীবহ ইউনিয়নের, ৬ই ডিসেম্বর সূর্যনগর উচ্চ বিদ্যালয়ে মিজানপুর ইউনিয়নের, ৭ই ডিসেম্বর দাদশী রেলের মাঠে দাদশী ইউনিয়নের, ৮ই ডিসেম্বর উড়াকান্দা ফুটবল মাঠে বরাট ইউনিয়নের, ৯ই ডিসেম্বর গোয়ালন্দ মোড়ের টেক্সটাইল মিলের মাঠে শহীদওহাবপুর ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!