সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশার রঘুনন্দনপুরে মুক্তিযোদ্ধা হাচেন শেখের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট সময় সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির রঘুনন্দনপুর গ্রামের মুক্তিযোদ্ধা হাচেন আলী শেখ গত ১৭ই নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বার্ধ্যকজনিত রোগে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর।
গতকাল ১৮ই নভেম্বর সকাল ১১টার দিকে রঘুনন্দনপুর গ্রামের নিজ বাড়ীতে রাজবাড়ী পুলিশ লাইন্সের এএসআই বাবুল খানের নেতৃত্বে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা মরহুম হাচেন আলী শেখের গার্ড অব অনার প্রদান করে। এ সময় পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ খানম, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাসানুল ইসলাম মহন মুন্সী, কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা একেএম জয়নাল আবেদীন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী খান, মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, আব্দুল কুদ্দুস, বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ছগির, আব্দুল হামিদ মোল্লা, আব্দুল মুন্নাফ মাস্টারসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা মরহুম হাচেন আলী শেখের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা ও মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন তারাপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কাদের। জানাযা শেষে তারাপুর গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৫পুত্র ও ৪কন্যা সন্তান, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!