॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার শালমারা নিচিন্তপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র টেস্ট পরীক্ষার নম্বরপত্রের অনিয়ম প্রমাণিত হওয়ায় আজ ১৯শে ডিসেম্বর পুনরায় ৩১জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হবে।
বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গত ১৭ই নভেম্বর বিদ্যালয়ে গিয়ে অভিযোগকারী ৩১জন পরীক্ষার্থীর খাতা যাচাই-বাছাই করে অনিয়মের সত্যতা পাওয়ায় ১৯শে নভেম্বর পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করে আসছে। ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার নম্বরপত্রে ব্যাপক অনিয়ম করাসহ বোর্ডের নির্ধারিত ফি’র পাশাপাশি দাবীকৃত অতিরিক্ত অর্থ দাবী করলে আমরা অস্বীকৃতি জানানোয় সে ফরম পূরণ করতে দেবে না বলে প্রকাশ করে। তখন আমরা উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনার বিষয়ে অবগত করি।
এ বিষয়ে বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি রনজিৎ কুমার পাল বলেন, গত শনিবার বিদ্যালয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের আনা-গোনা দেখি। কিছুক্ষণ পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয়ে গেলে শিক্ষার্থী ও অভিভাবকরা তার নিকট আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে। তিনি ৩১জন শিক্ষার্থীর টেস্ট পরীক্ষার খাতা শিক্ষা অফিসে নিয়ে যান এবং যাচাই-বাছাই করে ১৯শে নভেম্বর পুনরায় পরীক্ষার তারিখ নির্ধারণ করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সী শহিদুল ইসলাম বলেন, আমি ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ঘটনার সত্যতা যাচাই-বাছাই পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ১৯শে নভেম্বর ওই ৩১ জন পরীক্ষর্থীর পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।