॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বর থেকে এলাকা থেকে ৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ দন্ত চিকিৎসক মোঃ আব্দুল জলিল খান (৩৮)কে গ্রেফতার করেছে ।
গত ১৫ই নভেম্বর দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী শহরের ১নং রেলগেটস্থ শহীদ মুক্তিযোদ্ধা চত্বরের কাশেম সাইকেল স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার আশরাফ আলী খানের ছেলে।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক(এস.আই) এনামুল হক জানান, রাজবাড়ী বাজারের হাজী মার্কেটে নিউ বিকল্প ডেন্টাল নামে আব্দুল জলিল খানের একটি দন্ত চিকিৎসার চেম্বার রয়েছে। তিনি সেখানে দন্ত করেন। গত ১৫ই নভেম্বর দুপুরে খবর আসে কাশেম সাইকেল স্টোরের সামনে আব্দুল জলিল খান ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল দুপুর আড়াইটার দিকে সেখানে অভিযান চালিয়ে তার কাছে থাকা ব্যাগের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৪ বোতল ফেনসিডিল এবং তাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৪হাজার ৮শত টাকা বলে জানাগেছে।
এ বিষয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করাসহ তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরন করা হয়েছে।