Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কালুখালীতে সার ও বীজ বিতরণ

॥মনির হোসেন॥ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
কালুখালী উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল ১৪ই নভেম্বর বেলা ১১টায় কৃষি অফিস প্রাঙ্গণে এই সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহরাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান ও খলিলুর রহমানসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষকদের মধ্যে ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সারসহ হাইব্রিড সরিষা, ভুট্টা, ভিটি বেগুন, মুগডাল ও তীল জাতীয় বীজ বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা বলেন, কৃষি দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। জিডিপির বড় একটি অংশই অর্জিত হয় কৃষি খাত থেকে। তার থেকেও বড় কথা কৃষি দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধান উৎস। তাই সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রতি অধিক গুরুত্ব প্রদান করেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৬১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। তার মধ্যে এ পর্যন্ত ৪১০ জন কৃষকের মধ্যে বিতরণ করা সম্পন্ন হয়েছে।