Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালজয়ী সাহিত্যিকের ১৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে॥বালিয়াকান্দির পদমদীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল ১৩ই নভেম্বর সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ ও সাহিত্য পরিষদ এবং মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণের সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, বাংলা একাডেমীর প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমীন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, জাইকা’র প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, মীর মশররফ হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এম.এ রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি আঃ সালাম মন্ডল, সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বাংলা একাডেমীর পক্ষ থেকে আগামীকাল ১৫ই নভেম্বর মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মীর মশাররফ হোসেনের লেখা উপন্যাস ‘উদাসী পথিকের মনের কথা’ (১৮৯০), ‘গাজী মিয়ার বস্তানী’, ‘জমিদার দর্পণ’ (১৮৭৩), আত্মকাহিনীমূলক রচনাবলী ‘আমার জীবনী’, ‘বিবি কুলসুম’ (১৯১০)সহ বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭টি বই বাংলা সাহিত্যের অমর সৃষ্টি।