মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালজয়ী সাহিত্যিকের ১৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে॥বালিয়াকান্দির পদমদীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ

  • আপডেট সময় বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল ১৩ই নভেম্বর সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ ও সাহিত্য পরিষদ এবং মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণের সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, বাংলা একাডেমীর প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমীন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, জাইকা’র প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, মীর মশররফ হোসেন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এম.এ রাজ্জাক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি আঃ সালাম মন্ডল, সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বাংলা একাডেমীর পক্ষ থেকে আগামীকাল ১৫ই নভেম্বর মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মীর মশাররফ হোসেনের লেখা উপন্যাস ‘উদাসী পথিকের মনের কথা’ (১৮৯০), ‘গাজী মিয়ার বস্তানী’, ‘জমিদার দর্পণ’ (১৮৭৩), আত্মকাহিনীমূলক রচনাবলী ‘আমার জীবনী’, ‘বিবি কুলসুম’ (১৯১০)সহ বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭টি বই বাংলা সাহিত্যের অমর সৃষ্টি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!