॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৭ই নভেম্বর বেলা ১১টায় ব্রান্ডিং মেলার প্রস্তুতি সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী ও এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আনিসুর রহমানসহ ব্রান্ডিং মেলা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, রাজবাড়ী জেলার ব্রান্ডিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যে জেলার ব্রান্ড লোগো ও থিম সং সম্পন্ন করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে জেলার ঐতিহ্য তুলে ধরে একটি বই প্রকাশ করা হবে। যার মধ্যে রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, বিশিষ্ট ব্যক্তিদের জীবনীসহ পর্যটন বিকাশের ক্ষেত্রে যে সমস্ত সম্ভাবনা আছে সেগুলো তুলে ধরা হবে। ব্রান্ডিংয়ের ক্ষেত্রে প্রকাশিত এই বইটি পর্যায়ক্রমে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ জেলার সকল সরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। আগামী ১৫ই ডিসেম্বর ব্রান্ডিং মেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় দিবসের আগের দিন অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।