॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান বাজার অভিযান টিম গত ৬ই নভেম্বর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজারে অভিযান চালায়।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে বাজারের বিসমিল্লাহ ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৩হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও সংরক্ষণের দায়ে আনন্দ মিষ্টান্ন ভান্ডারকে একই আইনের ৪৩ ধারায় ২হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ছাকেন ড্রাগ হাউজকে ৫১ ধারায় ১হাজার জরিমানা করা হয়।
রাজবাড়ী সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
এছাড়াও আভিযানিক টিম কর্তৃক বাজারের কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা প্রদান করা হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আইন সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।