বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:২১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস উদযাপিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল সোমবার বাংলাদেশ স্কাউটস, পাংশা উপজেলা শাখা ও সচেতন নাগরিক সমাজ, পাংশার উদ্যোগে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস-২০১৭ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাংশা উপজেলা মহিলা পরিষদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শিক্ষা কল্যান ট্রাষ্ট, পাংশা পৌরসভা ও পাংশা প্রেসক্লাব একাত্মতা জানিয়ে কর্মসূচীতে অংশ নেয়।
জানাযায়, পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ও বাদ্যযন্ত্রসহকারে বর্নাঢ্য র‌্যালী শুরু হয়। পাংশা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাংশা পৌরসভা মাঠে সকলে সমবেত হয়। র‌্যালীতে সবাই মিলে শপথ করি পরিচ্ছন্ন দেশ গড়ি, ডাস্টবিনে ময়লা ফেলুন শহরটা পরিচ্ছন্ন রাখুন, ব্যবসায়ী ভাইদের বলে যাই দোকানের সামনে পরিষ্কার চাই, চটের বস্তা ব্যবহার করুন পরিবেশকে রক্ষা করুন, পলিথিন ব্যবহার করব না পরিবেশ ধ্বংস হবে না প্রভৃতি শ্লোগান দেওয়া হয়।
র‌্যালী শেষে পৌরসভা চত্বরে পাংশা উপজেলা স্কাউটস কমিশনার ও পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে, এম নজীবউল্লাহ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশার নবাগত এসিল্যান্ড শেখ রাশেদ উজ্জামান।
সভায় পাংশা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র ওদুদ সরদার, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাংশা উপজেলা স্কাউটসের সম্পাদক শামসুল আলম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদি, মহিলা পরিষদের সভাপতি শাহিদা রহমান, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হোগলাডাঙ্গী এম.আই কামিল মাদরাসার অধ্যক্ষ মীর মোঃ আব্দুল বাতেন, রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, পাংশা প্রেসক্লাবের সভাপতি ও সচেতন নাগরিক সমাজের আহবায়ক মোঃ মোক্তার হোসেন, স্কাউট শিক্ষক মোসলেম উদ্দিন মনির প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ “সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মুহম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন, এনজিও ডেভেলপমেন্ট ফর পুওর পীপল’স(ডিপিপি)’র নির্বাহী পরিচালক খান মোহাম্মদ সাইফুল ইসলাম নকিব, রাজবাড়ী জেলা স্কাউটস কমিশনার শচীনন্দন দাস, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর লাভলু বিশ্বাস, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন শেখ, পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশিদা ইয়াসমীন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল হক, শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, মাশরুম কেন্দ্রের পরিচালক কে.এম ফজলুল হক, স্কাউটস শিক্ষক ফিরোজ হোসেন, তরিকুল ইসলাম ও আব্দুল করিম, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক নাদের হোসেন বিশ্বাস, ব্যবসায়ী ইন্তাজ আলী, মহিলা পরিষদের নেতৃবৃন্দ, স্কাউটস নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, পৌরসভার কাউন্সিলরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!