॥রফিকুল ইসলাম॥ জমি-জমা নিয়ে বিরোধের জেরে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের সৈয়দ পাঁচুরিয়া গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন মোল্লা (৫৫)কে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবুল হোসেনের ছেলে মিরাজুর রহমান (৩০) জানান, পার্শ্ববর্তী ঘিমোড়া গ্রামের শরিফ (৩৫), আরিফ (৩০), নশাই মোল্লা (৫৫), নূরে মোল্লা (৫৫) ও ইউসুফ প্রামানিক (৫৫) এর সাথে তাদের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এর বিরোধের জেরে গত ১লা নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার পিতা রাজবাড়ী বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ী ফেরার পথে সৈয়দ পাঁচুরিয়ার জনৈক সাত্তারের পুকুর পাড়ে পৌছালে উল্লেখিতরা তাকে ঘিরে ধরে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করার পাশাপাশি তার কাছে থাকা ব্যবসার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। আমার পিতার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা এ ঘটনায় মামলা না করাসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে চলে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। বর্তমানে তিনি সদর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আমি (মিরাজুর রহমান) বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।