॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে অতিরিক্ত পরিক্ষার্থীর চাপ সামাল দিতে প্রপার হাই স্কুলকে এ বছর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার নতুন(৩নং) ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
জেএসসি পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার পর থেকে গোয়ালন্দের নাজির উদ্দিন সরকারী হাই স্কুল ও শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ২টি ভেন্যুতে পরিক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল।
এ বছর এই নতুন ভেন্যুতে আক্কাছ আলী হাই স্কুল, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার হাই স্কুল, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর ৫৫৮জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু গোয়ালন্দ প্রপার হাই স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হচ্ছে পূর্বের ভেন্যু নাজির উদ্দিন সরকারী হাই ¯ু‹লে।
গত ১লা নভেম্বর সকালে জেএসসি পরীক্ষা শুরু হওয়ার পর ভন্যুটি পরিদর্শনকালে পরীক্ষার্থীদের সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে দেখা যায়। বাইরে থেকে নিরিবিলি সুন্দর পরিবেশ দেখে বোঝাই যায় না যে এটা একটি পরীক্ষার ভেন্যু।
পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, এবার তাদের ছেলে-মেয়েরা এই ভেন্যুতে পরীক্ষা দেয়ায় তারা অনেকটা চিন্তামুক্ত রয়েছেন।
সালমা সুলতানা নামের একজন অভিভাবক বলেন, প্রতি বছর ঢাকা-খুলনা মহাসড়ক পাড়ি দিয়ে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে আমরা দুর্ঘটনার আশংকায় থাকতাম। এবার সে চিন্তা নাই।
প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, বিভিন্ন স্কুলের ৫শতাধিক শিক্ষার্থী এই ভেন্যুতে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সুষ্ঠু-সুন্দর পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছে। এই সুন্দর পরিবেশেই সকল পরীক্ষা শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান জানান, এ বছর উপজেলার জেএসসি পরিক্ষার্থীর সংখ্যা ২হাজার ৩৫জন। যা গতবারের তুলনায় ৫শতাধিক বেশী। পুরাতন ভেন্যু দু’টিতে ১হাজার ৫শত’র কিছু বেশী পরীক্ষার পরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাই অতিরিক্ত পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কমিটির সিন্ধান্ত মোতাবেক প্রপার হাই স্কুলে একটি নতুন ভেন্যু চালু করা হয়েছে।