॥রফিকুল ইসলাম॥ ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর রাজবাড়ীর আয়োজনে গতকাল ১লা নভেম্বর দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুরে অবস্থিত ‘যুব ভবনে’ আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) গৌতম চন্দ্র দে।
অন্যান্যের মধ্যে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান, প্রশিক্ষিত যুব গো-খামারী আজিম আলী, সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত যুব মহিলা উদ্যোক্তা আফসানা আক্তার ও সাদিয়া ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী।
এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, সদর উপজেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও কোষাধ্যক্ষ মোঃ আজগর আলী, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার দেওয়ান মোঃ জাহাঙ্গীর হোসেন, আবু বক্কার সিদ্দিক ও মোঃ ইব্রাহীম রহিমুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রশিক্ষিত যুব ও যুব মহিলাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, যুবরাই দেশের সম্পদ। প্রশিক্ষিত যুবরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যুবরা না জাগলে দেশ জাগবে না। বঙ্গবন্ধু যুবদের নিয়ে যে স্বপ্ন দেখতেন জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবায়ন করছেন। আমাদের ছেলে-মেয়েরা যাতে খারাপ পথে না যায় তার জন্য শেখ হাসিনা খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছেন। শারীরিক শিক্ষার ব্যবস্থা করেছেন। যুবরা দেশের চিত্র বদলে দিয়েছে। আজ দেশের কৃষিতে বাম্পার ফলন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিতে বিপ্লব ঘটিয়েছে এই যুবকরা। আমাদের সরকার সবসময় যুবদের নিয়ে চিন্তা করে। নারীদেরকে নিয়ে চিন্তা করে। নারীদের মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। সরকার মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে, যাতে মা তার শিশুকে লালন-পালন করতে পারে। এ জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মৌলবাদ-জঙ্গীবাদকে নির্মূল করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আনতে হবে। তিনি বিএনপির সমালোচনা করে আরও বলেন, তারা উন্নয়ন চোখে দেখে না। এই যুব ভবন যদি কথা বলতে পারতো তাহলে বলতো এটা শেখ হাসিনার করা। রাজবাড়ীতে ১৬০ কোটি ব্যয়ে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করা হবে। সেখানে যুবদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা। সেই প্রশিক্ষিত যুবরা দেশের বাইরে গেলে রেমিটেন্স বাড়বে। তিনি যুবঋণ প্রাপ্তদেরকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, প্রশিক্ষণ নিয়ে যুবরা স্বাবলম্বী হতে পারে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়া সম্ভব। কারিগরি শিক্ষার মাধ্যমে যুবদেরকে প্রশিক্ষিত করতে হবে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে হলে কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে। শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, যুবদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা হচ্ছে। আত্মকর্মসংস্থানের জন্য তাদেরকে যুবঋণ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সেলাই, মৎস্য, গবাদিপশু পালন ইত্যাদিতে প্রশিক্ষণপ্রাপ্ত ৮জন যুব ও যুব মহিলার মধ্যে ৫লক্ষ ১০ হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।