॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী গতকাল ১লা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০টি মন্ত্রণালয় ও বিভাগের আওতায় দেশের ৫৬টি জেলায় এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরমধ্যে তিনি ২৯৭টি প্রকল্প উদ্বোধন এবং ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস স্টেশন, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং জেলার ২১টি ইউনিয়নের উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট কানেক্টিভিটি রয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হুসাইন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা এই ভিডিও কনফারেন্স প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী কর্তৃক প্রকল্পগুলোর উদ্বোধন অনুষ্ঠান শেষে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের সকল জায়গায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এক্ষেত্রে রাজবাড়ী জেলাও পিছিয়ে নেই। তারই ধারাবাহিকতায় জেলায় টিটিসি-পিটিআই-যুব ভবন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ, বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র, প্রায় শতভাগ বিদ্যুতায়ন, বেড়িবাঁধের উন্নয়ন, সদর হাসপাতালকে আড়াইশ বেডে উন্নীতকরণ, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণ, ডায়াবেটিক হাসপাতালে বহুতল ভবনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে। এ ছাড়াও রাজবাড়ীতে পূর্ণাঙ্গ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করার জন্য ১৬০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে, যার কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। বর্তমানে রাজবাড়ী জেলায় একটি অডিটোরিয়াম ও শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক করার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে দেশকে আরও এগিয়ে নিতে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। যাতে তার ভিশন অনুযায়ী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়ে তোলাসহ শত বছরের ব-দ্বীপ ডেল্টা প্লান বাস্তবায়ন করা সম্ভব হয়।
তিনি তার বক্তব্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহামড়কের কাজ ২মাস ধরে বন্ধ থাকার ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে জেলা প্রশাসকের তত্বাবধানে সভা করে মানসম্মতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এ ছাড়াও তিনি কিছুদিনের মধ্যেই শহর রক্ষা বেড়িবাঁধের স্থায়ীকরণের কাজ শুরু হবে বলে জানান এবং চলতি মাসের ১৫তারিখের মধ্যেই জেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী কর্তৃক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে- সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন ১৭টি প্রকল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৩১টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯৮টি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ১১টি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৬টি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ৩টি, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ১টি, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১১২টি, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি, তথ্য মন্ত্রণালয়ের ৩টি, রেলপথ মন্ত্রণালয়ের ২টি, শিক্ষা মন্ত্রণালয়ের ৫টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৩টি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের ২টি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বেপজা’র ১টি প্রকল্প।