মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

২৬লক্ষাধিক টাকার মালামাল লুট॥রাজবাড়ী থানার সন্নিকটে ব্যবসায়ীর বাড়ীতে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর থানার সন্নিকটে ব্যবসায়ী রঞ্জন দত্তের ভবানীপুরে ২০৫/১ নং বাড়ীতে গত ৩০শে অক্টোবর দিনগভ গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৬/৭জনের একদল ডাকাত আগ্নেয় ও ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তাসহ বাড়ীর সকলকে জিন্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ২৬লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সশস্ত্র ডাকাতরা ওই বাড়ীর বারান্দার গ্রীলের দরজার তালা ভেঙে ও জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে ধারালো ও আগ্নোয়াস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে এসব মালামাল লুট করে নিয়ে গেছে।
ব্যবসায়ী রঞ্জন দত্ত জানান, ঘটনার রাতে বাসায় ড্রিম লাইট জ্বালানো ছিল। রাত ৩টার দিকে ৬জন মুখোশধারী সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে আমার গলায় ধারালো ছ্যান ও পিস্তল ঠেকিয়ে দুই হাত পিছনে বেঁধে জিম্মি করে চুপ থাকতে বলে। এরপর তারা আলমারীর চাবি নেয়। আলমারীটি যেরুমে ছিল ওই রুমে আমার দুই শিশু সন্তান ঘুমিয়ে ছিল। ঘরের মধ্যে কথাবার্তার ফলে তাদের ঘুম ভেঙে গেলে ডাকাতরা তাদের গলায়ও ধারালো অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। এ সময় তারা ভয়ে চুপ থাকলে ডাকাতেরা ওই রুমে থাকা আলমারী থেকে ২৫লক্ষ টাকা মূল্যের ৫২ ভরি ওজনের স্বর্ণালংকার যার মধ্যে স্বর্ণের ১৫টি চেইন, ১৪টি আংটি, ১০টি চুড়ি, ৩ জোড়া রুলি, ৫ জোড়া কানের দুল, ২টি মাথার টিকলি, ৮টি ব্রেসলেট, ৫টি নাকফুল, ২ জোড়া কোমরের বিছা ও ৬টি নেকলেস, নগদ ৩৭ হাজার ৫শত টাকা, ৩০হাজার টাকা মূল্যের ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৫০হাজার টাকা মূল্যের ১০টি শাড়ী নিয়ে আধা ঘন্টার তান্ডব শেষে বাড়ীর পশ্চিম পাশ দিয়ে চলে যায়।
তিনি আরো জানান, ডাকাতেরা প্রত্যেকেই অন্তবাস(জাঙ্গিয়া) পড়া ছিল। ডাকাতেরা বাড়ী প্রাচীরের উপরের কাটাতার কেটে ভিতরে ঢোকে। এরপর তারা বাসার বারান্দার গ্রীলের দরজার হ্যাজবোল্ট ভেঙে ও জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়।
খবর পেয়ে ঘটনার পর ভোরে রাজবাড়ী সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে রঞ্জন দত্ত ডাকাতির অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, এটা ডাকাতি না চুরি খতিয়ে দেখছি।
স্থানীয়রা জানান, গত এক মাসে ভবানীপুর এলাকায় প্রায় ১০টি বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় তারা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন।
উল্লেখ্য, গত ২৩শে অক্টোবর দিনগত গভীর রাতের রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গায় কাউন্সিলর আলমগীর শেখ তিতুর ভাই জালাল উদ্দিনের ভাড়া বাসায় ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাত ডাকাতেরা বারান্দার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে জালাল উদ্দিনকে বেধে ওই বাসা থেকে সাড়ে ৯ভরি ওজনের স্বর্ণালংকার, ৫টি মোবাইল, একটি ট্যাব ও নগদ ২০হাজার টাকা চুরি করে নিয়ে যায়। তবে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় চুরির মামলা রেকর্ড করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!