॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ঘাটের কাছে গতকাল ৩০শে অক্টোবর জেলেদের জালে প্রায় সাড়ে ১৪ কেজি ওজনের ব্লাক কার্প জাতীয় মাছ ধরা পড়েছে। সচারচর বড় আকারের এ জাতীয় মাছ ধরা পড়েনা। মাছটি দুপুর পর্যন্ত দৌলতদিয়ার ৫নম্বর ফেরী ঘাটের পন্টুনের সাথে নদীতে রশি দিয়ে বেধে রেখেছিল।
দৌলতদিয়া ঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্যা জানান, গতকাল মঙ্গলবার খুব সকালে পাবনার কাশিনাথপুরের বিল্লাল শেখ নামের এক জেলের জালে বড় ওই ব্লাক কার্প জাতীয় মাছটি ধরা পড়ে। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় শেষে গত রবিবার গভীর রাতেই তিনি লোকজন নিয়ে নেমে পড়েন মাছ শিকারে। গতকাল মঙ্গলবার সাত সকালে জাল ফেলার পর কিছু একটা বেধেছে বলে তিনি টের পান। জাল টেনে কাছে আনার পর দেখেন বড় আকারের একটি ব্লাককার্প জাতীয় মাছ। পরে দ্রুত মাছটি নিয়ে আসেন ফেরী ঘাটে।
চান্দু মোল্যা খবর পেয়ে ছুটে আসেন ফেরি ঘাটের আড়তে। এসময় বিল্লাল শেখের কাছ থেকে তিনি ৫৫০ টাকা কেজি দরে পাইকারীভাবে মাছটি কিনে নেন। পরে মাছটি ৫নম্বর ফেরী ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রাখেন। এখন তিনি ডাক হাঁকছেন ১হাজার টাকা কেজি দরে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, সাধারণত ব্লাক কার্প জাতীয় মাছ পুকুরে চাষাবাদ হয়। চাষাবাদের সময় এত বড় হতেই পারে। পদ্মা নদীতে সহজে এত বড় মাছ ধরা খুব কমই পড়ে।