সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

খানখানাপুরে দুই বাড়ীতে চুরির ঘটনায় আরো ১জন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুরে এক রাতে দুই বাড়ীতে চুরির ঘটনায় জড়িত ৫জনকে গ্রেফতারের পর আরিফ (২৭) নামে আরো ১জনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
গত ৪ঠা ফেব্র“য়ারী রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার চর প্রোসনদি গ্রামের মৃত হানিফ শেখের ছেলে।
এরআগে গত ৩রা ফেব্র“য়ারী রাতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানা ও ডিবি পুলিশ আরো ৫জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি লুন্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের তৈয়ব আলী মোল্লার ছেলে জিয়া মোল্লা(৩৫), একই জেলার শিবচর উপজেলার দক্ষিন ক্রোকচর গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে কামাল হোসেন(৩৫), মাদারীপুর জেলা সদরের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের আনেছ মোল্লার ছেলে মোস্তফা মোল্লা(৪০), পূর্বরাস্ত্রি গ্রামের খোকন হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (২৭) ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের তোতামিয়ার ছেলে মিরাজ ফকির (২৭)।
জানাযায়, গত ৩০শে ডিসেম্বর রাত দেড়টার দিকে চরখানখানাপুর গ্রামের আমজাদ হোসেনের বাড়ীতে উল্লেখিতরাসহ ৭/৮জন ঘরের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এক জোড়া কানের দুল, ২টা রুলি, ১টা চেইন, নগদ ৭হাজার টাকা, ২টি ট্যাব ও ৩টি মোবাইল ছিনিয়ে নেয়। এর আগে একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ী থেকে নগদ ৫০হাজার টাকাসহ দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণের অংলকার ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় রাজবাড়ী থানায় পৃথক দুটি চুরির মামলা দায়ের করে।
রাজবাড়ী ডিবি’র এস.আই হিরণ কুমার বিশ্বাস জানান, মোবাইল প্রযুক্তির মাধ্যমে গত ৩রা ফেব্র“য়ারী রাতে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত একটি স্বর্নের চেইন উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এছাড়াও গত ৪ঠা ফেব্র“য়ারী রাতে আরিফকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই চরখানখানাপুরে ২বাড়ীতে চুরির সাথে জড়িত। গত ৪ঠা ফেব্র“য়ারী গ্রেফতারকৃতদের মধ্যে জিয়া, কামাল ও মিরাজ গতকাল ৫ই ফেব্র“য়ারী আরিফ আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। গ্রেফতারকৃত ৬জনকেই দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!