বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন রাজবাড়ী জেলা শাখার নির্বাচনে মতিউর-মুনজুর-কাইয়ুম প্যানেলে বিজয়ী

  • আপডেট সময় রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

॥চঞ্চল সরদার॥ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার নির্বাচন গতকাল ২৭শে অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ১৭টি পদের বিপরীতে ৩৪জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ডিপ্লোমা কৃষিবিদ সমর্থিত মতিউর-মুনজুর-কাইয়ুম প্যানেলে বিজয়ী হয়েছেন।
অপরদিকে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ মনোনীত অরুন-শহীদুল-নজরুল প্যানেলের ভরাডুবি হয়েছে।
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ডিপ্লোমা কৃষিবিদ সমর্থিত মতিউর-মুনজুর প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ঃ সভাপতি মোঃ মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মুনজুর রহমান, যুগ্ম-সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন সরদার, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান খান, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক একেএম মাছুদুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনসুর আলম, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বায়েজিদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হক, মহিলা সম্পাদক মোছাঃ রহিমা খানম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বশির আহম্মেদ ও নির্বাহী সদস্য আল মহিউদ্দিন মাহফুজ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল মান্নান মিয়া ও প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!