॥চঞ্চল সরদার॥ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার নির্বাচন গতকাল ২৭শে অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ১৭টি পদের বিপরীতে ৩৪জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ডিপ্লোমা কৃষিবিদ সমর্থিত মতিউর-মুনজুর-কাইয়ুম প্যানেলে বিজয়ী হয়েছেন।
অপরদিকে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ মনোনীত অরুন-শহীদুল-নজরুল প্যানেলের ভরাডুবি হয়েছে।
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ডিপ্লোমা কৃষিবিদ সমর্থিত মতিউর-মুনজুর প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ঃ সভাপতি মোঃ মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি শেখ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মুনজুর রহমান, যুগ্ম-সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন সরদার, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান খান, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক একেএম মাছুদুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনসুর আলম, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বায়েজিদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হক, মহিলা সম্পাদক মোছাঃ রহিমা খানম, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বশির আহম্মেদ ও নির্বাহী সদস্য আল মহিউদ্দিন মাহফুজ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল মান্নান মিয়া ও প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রেজাউল করিম।