॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে গতকাল শনিবার নটাপাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক গ্রুপের নির্বাচন শান্তিপূর্ন ও বিরতিহীনভবে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত সম্পন্ন হয়েছে।
নির্বাচনে অভিভাবক গ্রুপের মোট ভোটার সংখ্যা ৪৫৮ জনের মধ্যে ৪৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ অভিভাবক গ্রুপে ৬ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা অভিভাবক গ্রুপে ২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।
সাধারণ অভিভাবক গ্রুপের প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ নওশের হোসেন ২৬৩ ভোট, মো. শামছুর রহমান ২৫৩ ভোট, মোঃ সবুর খাঁন ২২৯ ভোট, মোঃ দেলোয়ার হোসেন ২০৫ ভোট, ইউছুফ শেখ ১৯৬ ভোট, চুন্নু ফকির ১২০ এবং সংরক্ষিত মহিলা অভিভাবক গ্রুপের প্রার্থী মরিয়ম খাতুন ১১৮ ভোট এবং শিউলী বেগম ২৮৭ ভোট পেয়েছে।
নির্বাচনের ফলাফলে মোঃ নওশের হোসেন ২৬৩ ভোট পেয়ে ১ম, মোঃ শামছুর রহমান ২৫৩ ভোট পেয়ে ২য়, মোঃ সবুর খাঁন ২২৯ ভোট পেয়ে ৩য় এবং মোঃ দেলোয়ার হোসেন ২০৫ ভোট পেয়ে ৪র্থ, এবং সংরক্ষিত মহিলা অভিভাবক গ্রুপে শিউলী বেগম ২৮৭ ভোট পেয়ে ১ম স্থান অর্জন করে নির্বাচিত হয়েছে।
এছাড়াও দাতা সদস্য হিসাবে একেএম ফরিদ হোসেন বাবু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসাবে মোঃ আলী আকবর, রমেন্দ্র নারায়ন রায় ও সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি হিসাবে মর্জিলা বালা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার। এছাড়াও সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মোঃ সাজেদুর রহমান, অফিস সহকারী কাম ডাটাএন্ট্রি অপারেটর চিত্ত রজ্ঞন মিস্ত্রী, অফিস সহায়ক মোখলেছুর রহমান। এছাড়াও আইন-শৃংখলা রক্ষার্থে বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।