॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলার সকল তফসিলী ব্যাংক ও লীড ব্যাংক সাউথইস্ট ব্যাংক লিঃ-এর রাজবাড়ী শাখার আয়োজনে গতকাল ২৭শে অক্টোবর সকালে জেলায় লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও আর্থিক সেবা কর্মসূচী পরিচালনা বিষয়ক ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
জেলার লীড ব্যাংক হিসেবে নির্বাচিত সাউথইস্ট ব্যাংক লিঃ-এর এভিপি ও রাজবাড়ী শাখার প্রধান মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক(ভারপ্রাপ্ত) মোঃ মোশারফ হোসেন ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হোসেন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক লিঃ-এর ভিপি ও রাজবাড়ী শাখার প্রধান মুন্সী রেজাউর রশীদ। এ সময় বিভিন্ন তফসিলী ব্যাংকের শাখা ব্যবস্থাপকগণ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমান সরকারের ভিশন অনুযায়ী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্কুলের শিক্ষার্থীদের উন্নত বিশ্বের উন্নত মাধ্যমের সাথে নিজেদের সংযুক্তির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী জেলার একটি তফসিলী ব্যাংককে লীড ব্যাংক করে সকল তফসিলী ব্যাংকের সমন্বয়ে স্কুল শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। এক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর জানা প্রয়োজন কেন তাদের জন্য স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমতঃ তারা প্রতিদিন স্কুলে আসা-যাওয়া ও বিভিন্ন কারণে তাদের অভিভাবকের কাছ থেকে যে অর্থ পায় তা থেকে কিছু কিছু সঞ্চয় করে ব্যাংকে জমা রাখা। দ্বিতীয়তঃ এই জমানো টাকা যখন তাদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যার সময় তারা যাতে এই সঞ্চয় ব্যবহার করতে পারে সে ক্ষেত্রে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় তাদেরকে মিতব্যয়ী হওয়ার একটি ভালো অভ্যাস তৈরীতে সহায়তা করবে। অনেক সময় দেখা যায় অনেক অভিভাবকেরই তাদের সন্তানদের স্বচ্ছলতার সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার আর্থিক যোগান ভালোভাবে দিতে পারে। কিন্তু সময়ের বিবর্তনে কোন কোন সময় অভিভাবকদের বিভিন্ন কারণে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে তাদের পক্ষে সন্তানদের শিক্ষা গ্রহণের আর্থিক যোগান দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা এই স্কুল ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র করে জমানো টাকা শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে ব্যবহার করতে পারে।
তিনি আরো বলেন, প্রতিটি শিক্ষার্থী স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে তাদের হিসাব খুলে তাদের প্রতিদিনের খরচ থেকে কিছু কিছু সঞ্চয় করে ব্যাংকে জমা রাখবে। যা তাদের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমে সহায়তা করবে। এছাড়াও তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বর্তমানে দেশের এক নম্বর সমস্যা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিজেদেরকে দূরে থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে শিক্ষার্থীদের মধ্যে উপহারস্বরূপ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।