॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীতে গত ২৫শে অক্টোবর চলমান অভিযানের ১৯তম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪জনের দন্ড হয়েছে।
এদের মধ্যে ১০জনের ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড, ৩জনের ৫হাজার টাকা করে ও ১জনের ১০হাজার টাকা জরিমানা প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম।
জানাযায়, গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম ও পাংশা উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দিনে ও রাতে পৃথক তিনটি টিম করে পদ্মা নদীর হাবাসপুর ও বাহাদুরপুর ইউপির বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪জনকে আটক, ২০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে চলমান মা ইলিশ রক্ষা অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত পাংশা উপজেলায় ৬৪জনের দন্ড প্রদান এবং সেই সাথে বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়।