॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল বুধবার রাতে আলোক ফাঁদ উৎসব-২০১৮ পালিত হয়েছে।
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাংশা পৌরসভাসহ ১০টি ইউপির ৩১টি ব্লকে ধান ক্ষেতে ক্ষতিকর পোকা দমন ও সনাক্তকরণে আলোক ফাঁদ উৎসবের আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যারাত সাড়ে ৬টার সময় পাংশা পৌরসভার কোড়াপাড়া মাঠে আয়োজিত আলোক ফাঁদ উৎসবের উদ্বোধন করেন পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার।
এ সময় পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কৃষকদের মাঝে ধান ক্ষেতে ক্ষতিকর পোকা দমন ও সনাক্তকরণে করণীয় লিফলেট বিতরণ করা হয়।
কৃষি অফিসার জেসমিন আকতার বলেন, বাদামি গাছফড়িং ধানের মারাত্মক ক্ষতিকর পোকা। এটি অধিকাংশ কৃষকের কাছে কারেন্ট পোকা নামেও পরিচিত। এ পোকা ধানের সর্বোচ্চ কুশি পর্যায় থেকে দানা পুষ্ট হওয়া পর্যন্ত আক্রমণ করে থাকে। বাচ্চা এবং পূর্ণবয়স্ক পোকা গাছের গোড়ায় বসে রস শুষে খায়। আক্রান্ত ধানের ক্ষেত দূর থেকে বাজপড়ার মত বিক্ষিপ্তভাবে পুড়ে গেছে বলে মনে হয়। অতি উর্বর জমি, অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহার, দাঁড়ানো পানি ও অতিরিক্ত কুশির কারণে গাছের গোড়ায় আলো-বাতাস প্রবেশ করতে পারে না। এতে পোকার দ্রুত বংশ বৃদ্ধি পায়। ফলে ক্ষতির লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই ধানের ব্যাপক ক্ষতি হয়ে যায়। পোকার কবল থেকে তিনি ধান ফসল রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।