॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বিনোদপুরের ছাব্বির নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় তার পিতা মন্টু ড্রাইভার বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
রাজবাড়ী থানার মামলা নং-২৪, তাং-২১/১০/২০১৮ ইং, ধারা ঃ ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড। মামলায় মাইছ্যাঘাটার রাহাত(২৫), জুয়েল(২৮), মেহেদী (২৪) ও নাহিদ (২৪)সহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে প্রকাশ, আসামীরা ইতিপূর্বে ছাব্বিরকে মারপিট করে জখম করলে মন্টু ড্রাইভার বাদী হয়ে তাদের বিরুদ্ধে আদালতে মিস.পি-৩৫৬/১৭নং মামলা দায়ের করে। এই মামলা করার কারণে আসামীরা ছাব্বিরকে পুনরায় মারপিট করার পাঁয়তারা করতে থাকে। গত ১৮ই অক্টোবর রাত ৮টার দিকে ছাব্বির রাজবাড়ী বাজার থেকে বাড়ী ফেরার পথে গোলজার হাজীর মিলের নিকট পৌঁছালে আসামীরা তাকে ঘিরে ধরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কোপানোসহ ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ছাব্বিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে সাদী নামের একজন এডভোকেট ছাব্বিরকে জখম অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ খবর লেখা পর্যন্ত পুলিশ মামলার কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।