॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে মুসলিম পরিবারের এক গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গত ২১শে অক্টোবর সুশান্ত(২৭) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুশান্ত বাজিতপুর গ্রামের সুনিলের ছেলে।
জানাযায়, ওই গৃহবধূ দুই সন্তানের জননী। ৩বছর আগে তার স্বামী মালদ্বীপে যায়। স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই সুশান্ত তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজী না হলে সুশান্ত তাকে অপহরণের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ই অক্টোবর সকালে বাজিতপুর গ্রাম থেকে সুশান্ত তাকে জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। এদিকে ভাগ্যক্রমে ওই দিনই গৃহবধূর স্বামী বাড়ীতে আসে। বাড়ীতে আসার পর তিনি তার স্ত্রীকে খোঁজাখুঁজি করেন। পরে জানতে পারেন তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় গত ২১শে অক্টোবর ওই গৃহবধূর স্বামী রাজবাড়ী থানায় মামলা দায়ের করলে একই দিন পুলিশ শহরের একটি বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত সুশান্তকে গ্রেফতার করে। গতকাল ২২শে অক্টোবর আদালতের মাধ্যমে সুশান্তকে কারাগারে পাঠানো হয়।