॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলক্রসিং-এ ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী গাড়ীর দুর্ঘটনায় নিহত ৪জন শ্রমিকের পরিবারকে ১লক্ষ টাকা করে অনুদান দিয়েছে মধুখালীর রাজ্জাক জুট মিলের মালিক পক্ষ।
এছাড়াও তারা নিহত শ্রমিকদের পরিবারের ভরণ-পোষনে সহায়তার আশ্বাস দেয়াসহ আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের তৎপরতায় দুর্ঘটনার ২৪ঘন্টার মধ্যেই এটা সম্ভব হয়েছে বলে জানা যায়।
গতকাল ২০শে অক্টোবর দুপুরে নিহতদের বাড়ীতে বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এ সময় রাজ্জাক জুট মিলের মালিক মোঃ বাশার খানসহ মিলের অন্যান্য কর্মকর্তাগণ, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে জুট মিলের পক্ষ থেকে ১লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। এ ছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
উল্লেখ্য গত ১৯শে দুপুর সাড়ে ১২দিকে মধুখালীর রাজ্জাক জুট মিলের শ্রমিকবাহী অবৈধ একটি গ্রাম-বাংলা(পটাং) গাড়ী বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলগেট ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই ৪জন নিহত হয়। নিহতদের ৩জন রাজ্জাক জুট মিলের শ্রমিক এবং ১জন গাড়ীটির চালক।