॥মনির হোসেন॥ সারাদেশের ন্যায় গতকাল শুক্রবার বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে শারদীয় দুর্গাপূজা। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৫২টি মন্ডপের প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটেছে দুর্গোৎসবের।
উল্লেখ্য, গত সোমবার ষষ্টীর মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজার শুরু হয়। পরের দিন মঙ্গলবার সকালে প্রবেশ ও স্থাপনের মধ্যদিয়ে উদযাপিত হয় মহাসপ্তমী পূজা, যা দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বুধবার কুমারী পূজার পর হয় মহাঅষ্টমীর সন্ধিপূজা। বৃহস্পতিবার মহানবমী উদযাপিত হয়।
কালুখালীর সকল পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা অপশক্তি অসুর বধের দৃঢ় প্রতিজ্ঞায় মহানবমী তিথিতে দূর্গতিনাশিনী দেবীর আরাধনা করেন এবং ভক্তরা পূজা মন্ডপগুলোতে ঘুরে-ঘুরে দেখেন ও পূজা আচনা করেন।