॥রফিকুল ইসলাম॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ী শহরের বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান প্রভাত দাস বিষ্ণুর ভাজনচালাস্থ বাসভবনে গত ১৮ই অক্টোবর ‘শারদীয় সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি কাজী ইরাদত আলীর সহধর্মিনী মিসেস রাবেয়া পারভীন, শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা ও এপিএস কাজী কানিজ ফাতেমা চৈতী, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টুসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রভাত দাস বিষ্ণু ও তার সহধর্মিনী সুপ্রিয়া দাস দীপা এবং ছেলে দীপ্ত দাস তাদেরকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে মনোজ্ঞ সসাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান প্রভাত দাস বিষ্ণুর প্রতিবছরই দুর্গোৎসবে তার বাসভবনে ‘শারদীয় সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করেন। এতে আমন্ত্রিত হয়ে প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, পৌরসভার মেয়র, প্রশাসনের কর্মকর্তাসহ জেলা শহরে বসবাসরত প্রগতিশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।