॥রফিবুল ইসলাম॥ চলমান ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী জেলা ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে গতকাল ১৯ই অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৫ কেজি মা ইলিশসহ আটক ২৩জন জেলেকে বিভিন্ন মেয়দে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, গতকাল শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্তÍ জেলা প্রশাসনের ডেপুটি কলেক্টর নেজারত ও নির্বাহী ম্যাডিষ্ট্রেট শাহ্ মোহাম্মদ সজিব পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযানকালে ১৫জন জেলেকে ১০হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশসহ আটক করেন। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে মৎস সংরক্ষণ আইনে ১০দিনের কারাদন্ড প্রদান করেন।
একই দিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান পদ্মা নদীর গোদার বাজার, সোনাকান্দর, অন্তরমোড়সহ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিরচালনা করে ৮জন জেলেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৫ কেজি ইলিশসহ আটক করেন। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে মৎস সংরক্ষণ আইনে ১০দিনের কারাদন্ড প্রদান করেন।
অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহম্মেদসহ সদর থানার পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
উভয় অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ মাছ এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।