বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রতিরক্ষা অর্থ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায়ী সম্মাননা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

প্রতিরক্ষা অর্থ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায়ী সম্মাননা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৭ই অক্টোবর ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহম্মদ মুসলিম চেীধুরী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট এবং কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার ও পদক বিতরন করেন।
অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিজিডিএফ জুবায়ের আহমেদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অডিট এন্ড একাউন্টস কর্মকর্তা পরিষদের সভাপতি ও ডিএএফসি মোঃ মনজুরুল আলম হাওলাদার।
উল্লেখ্য, অনুষ্ঠানের প্রতিরক্ষা অর্থ বিভাগের অবসরপ্রাপ্ত ২৭জন কর্মকর্তা এবং ২০১৬ ও ২০১৭ এর এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৮জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এই কৃতি ছাত্র-ছাত্রীরা সবাই প্রতিরক্ষা অর্থ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!