॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প ও মৎস্য বিভাগ গত ১৬ই অক্টোবর বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত যৌথভাবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জালর ও ১৬০কেজি মা ইলিশসহ ১৭জন জেলেকে আটক করে।
আটকের পর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ড বিধির ১৮৮ ধারায় তাদের মধ্যে ১৩জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৪জনকে ৫হাজার টাকা করে জরিমানা করেন।
দন্ডিত জেলেরা হলো ঃ রাজবাড়ীর পাংশা থানার চরআফরা গ্রামের মনিরুল ইসলাম(২৫), কালুখালী থানার রূপসা গ্রামের তালেব বিশ্বাস(৩০) ও সাহেব আলী শেখ(৩২), পাবনার শাহমীরপুর থানার হযরত আলী শেখ(৫০) ও শমসের আলী মন্ডল(৩০), সুজানগর থানার নারায়ণপুর গ্রামের ইকবাল হোসেন(২৫), হাফিজুর রহমান(৩২) ও করিম প্রামানিক(৪০), একই থানার গোপালপুর গ্রামের আমীর হোসেন(১৯), ইমুল মন্ডল(১৭) ও আব্দুল আলীম(১৫), আমিনপুর থানার চরখলিলপুর গ্রামের রাজ্জাক শেখ(২৮), সিদ্দিক মিয়া(২২), ছালাম শেখ(৩৫) ও কালাম শেখ(২৮), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব সুলতানী গ্রামের রিপন মিয়া(২৫) এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মুরারীপুর গ্রামের আজমীর হোসেন(১৪)। অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস ও উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।