বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীতে ইলিশ রক্ষা অভিযানে আটক ১৭জেলের জেল-জরিমানা॥১লক্ষ মিটার জাল জব্দ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প ও মৎস্য বিভাগ গত ১৬ই অক্টোবর বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত যৌথভাবে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জালর ও ১৬০কেজি মা ইলিশসহ ১৭জন জেলেকে আটক করে।
আটকের পর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম লুনা ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ড বিধির ১৮৮ ধারায় তাদের মধ্যে ১৩জনকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৪জনকে ৫হাজার টাকা করে জরিমানা করেন।
দন্ডিত জেলেরা হলো ঃ রাজবাড়ীর পাংশা থানার চরআফরা গ্রামের মনিরুল ইসলাম(২৫), কালুখালী থানার রূপসা গ্রামের তালেব বিশ্বাস(৩০) ও সাহেব আলী শেখ(৩২), পাবনার শাহমীরপুর থানার হযরত আলী শেখ(৫০) ও শমসের আলী মন্ডল(৩০), সুজানগর থানার নারায়ণপুর গ্রামের ইকবাল হোসেন(২৫), হাফিজুর রহমান(৩২) ও করিম প্রামানিক(৪০), একই থানার গোপালপুর গ্রামের আমীর হোসেন(১৯), ইমুল মন্ডল(১৭) ও আব্দুল আলীম(১৫), আমিনপুর থানার চরখলিলপুর গ্রামের রাজ্জাক শেখ(২৮), সিদ্দিক মিয়া(২২), ছালাম শেখ(৩৫) ও কালাম শেখ(২৮), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্ব সুলতানী গ্রামের রিপন মিয়া(২৫) এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মুরারীপুর গ্রামের আজমীর হোসেন(১৪)। অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস ও উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!