শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়ায় ফেরী থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

  • আপডেট সময় বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তিন নম্বর ফেরী ঘাটে গত ১৫ই অক্টোবর দিনগত রাত আড়াইটার দিকে রুকাইয়া নামের সাড়ে চার বছর বয়সী এক কন্যা শিশু ফেরী থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।
সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা শহরের সেলিম রেজার মেয়ে। খবর পেয়ে গতকাল ১৬ই অক্টোবর সকাল থেকে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও মানিকগঞ্জের ডুবুরী এসে ফেরী ঘাটে অনুসন্ধান চালায়। দুপুর পর্যন্ত শিশুটির হদিস মেলেনি। সন্তান হারিয়ে পদ্মা পাড়ে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
শিশুটির বাবা সেলিম রেজা জানান, অসুস্থ্য শ্যালকের স্ত্রী’কে ঢাকা নেয়ার উদ্দেশ্যে গত সোমবার রাতে তারা শৈলকুপা থেকে মাইক্রোবাসে রওনা দেন। রাত সোয়া দুইটার দিকে তিন নম্বর ঘাটে রজনীগন্ধা নামের একটি ফেরীতে ওঠেন। তাদের সাথে অন্যান্য গাড়ীও ওঠে। ফেরীতে ওঠার পর ওয়াশরুমে যাওয়ার জন্য রুকাইয়াকে নিয়ে মা জেসমিন আক্তার মাইক্রোবাস থেকে বের হয়। তাকে রেখে ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে রুকাইয়া যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। ফেরীতে থাকা কয়েকজন তাকে জানায় একটি বাস ফেরীতে ওঠার শব্দে ভয়ে শিশুটি দৌড় দিলে পদ্মায় পড়ে যায়। পরে অন্যরা চলে গেলেও তারা ফেরী থেকে নেমে হন্য হয়ে সন্তানকে খুঁজতে থাকেন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, কিভাবে শিশুটি নদীতে পড়ে যায় তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট লিডার বিল্লাল হোসেন খলিফা জানান, ভোর থেকে ফায়ার সার্ভিস কাজ করছে। ডুবুরী না থাকায় মানিকগঞ্জ থেকে ডুবুরী আনা হয়েছে। দুপুর পর্যন্ত খোঁজ করেও শিশুটিকে পাওয়া যায়নি। মনে হচ্ছে স্রোতে ভেসে যেতে পারে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফি জানান, শিশুটি ফেরী থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনায় বিআইডব্লিউটিসি’র পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!